বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ আবারও নজর কাড়লেন। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪১ বলে ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। এই পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কার পান।
৩৯ বছর বয়সে বিপিএলে ফিফটি করার মধ্য দিয়ে মাহমুদউল্লাহ দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ফিফটি করা ব্যাটার হিসেবে রেকর্ড গড়লেন। তার ইনিংসের পর খুশদিল শাহ ১৫৫ রানের ঝড়ো সংগ্রহ যোগ করেন এবং বল হাতে মুস্তাফিজুর রহমানের নৈপুণ্যে রংপুর শেষ পর্যন্ত ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় নিশ্চিত করে।
বিপিএলে মাহমুদউল্লাহ এই পর্যন্ত ১৩ বার ম্যাচ সেরা হয়েছেন। সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার ২৫তম ‘ম্যান অব দা ম্যাচ’ পুরস্কার। টানা দ্বিতীয় ম্যাচে এই সম্মান পাওয়ার পর মাহমুদউল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ! প্রথমত সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ আমাকে এমন ইনিংস খেলার শক্তি দেওয়ার জন্য। তবে দিন শেষে মনে হয়, ক্রিকেট সব সময় অনিশ্চিত।’
এর আগের ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৬ বলে ৩৪ রান করে দলকে জেতানো মাহমুদউল্লাহর ব্যাটিং ধারাবাহিকতার প্রমাণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্ভবত হ্যাঁ, এর আগে কয়েকবার এমন ইনিংস করেছি। তবে আলহামদুলিল্লাহ, ব্যাটিংয়ে ভালো মোমেন্টাম পাচ্ছি। আশা করি, সামনের দিনগুলোতেও এমন খেলতে পারব, ইনশাআল্লাহ।’

