টানা তৃতীয় মেয়াদে এসিসির সভাপতি পদে জয় শাহ

0

আবারও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হয়েছেন জয় শাহ। টানা তৃতীয় মেয়াদে মহাদেশীয় সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করবেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের এই সচিব। 

ইন্দোনেশিয়ার বালিতে এসিসির বার্ষিক সাধারণ সভায় সংস্থার সভাপতি হিসেবে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

ফের দায়িত্ব পেয়ে এসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান জয় শাহ। তিনি জানান, আমার ওপর ধারাবাহিকভাবে আস্থা রাখায় এসিসি বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদেরকে অবশ্যই এই খেলার সার্বিক উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে, বিশেষ করে ওইসব অঞ্চলের প্রতি, যেখানে এই খেলাটি এখনও প্রাথমিক অবস্থায় আছে। এশিয়াজুড়ে ক্রিকেটের উন্নয়নে এসিসি বদ্ধপরিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here