নতুন সিনেমা নিয়ে হাজির হলেন অভিনেত্রী নাজিফা তুষি। তার এবারের ছবিটির নাম ‘রইদ’। যেটি পরিচালনা করেছেন ‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন। আসন্ন এ সিনেমায় অভিনয় করতে গিয়ে চরিত্রের প্রয়োজনে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তুষিকে। নিজেই জানালেন সেকথা।
চরিত্রের প্রয়োজনে টানা ৬ মাস চুলে শ্যাম্পু, সাবান বা কোনো প্রসাধনী ব্যবহার করেননি। এমনকি মেকআপ ছাড়া পুড়ে কালো হওয়ার জন্য গায়ে সরিষার তেল মেখে ঠাঁই দাঁড়িয়ে থেকেছেন রোদে! এই চলচ্চিত্রে তাকে এক ছিন্নমূল নারীর চরিত্রে দেখা যাবে।
তুষি বলেন, ‘হাওয়া’র চেয়ে ‘রইদ’ আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। চরিত্রের বিশ্বাসযোগ্যতার জন্য আমি টানা ছয় মাস চুলে শ্যাম্পু, কন্ডিশনার বা গায়ে সাবান ব্যবহার করিনি। শুধু পানি দিয়ে গোসল করতাম। কারণ, সাবান দিলে স্কিন পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমি চাচ্ছিলাম আমার ত্বকের পোরসগুলো দেখা যাক, মুখে মেছতা বা দাগ ফুটে উঠুক।
মেকআপ দিয়ে কালো না হয়ে প্রাকৃতিকভাবে রোদে পোড়া ত্বক চেয়েছিলেন তুষি। তিনি বলেন, আমি গায়ে সরিষার তেল মেখে রোদে বসে থাকতাম। কারণ, তেল মেখে রোদে গেলে দ্রুত বার্ন হয়। আমি চেয়েছিলাম চামড়া পুড়ে কয়লা হয়ে যাক। মেকআপ দিয়ে কালো করলে বৃষ্টি বা ঘামে তা ধুয়ে আসল রং বেরিয়ে আসার ভয় ছিল। তাই আমি প্রাকৃতিকভাবেই ওই অঞ্চলের মানুষের মতো হতে চেয়েছিলাম, যাতে আমাকে শহুরে মনে না হয়।
পাথরের চুন দিয়ে পান খেতে হয়েছিল জানিয়ে অভিনেত্রী বলেন, চরিত্রটির দাঁতে এক ধরনের টেক্সচার দরকার ছিল। এজন্য আমি পান খেতাম। কিন্তু সাধারণ পানের চুনে কাজ হচ্ছিল না বলে আমি পাথরের চুন খাওয়া শুরু করি, যা ওই এলাকার মানুষ খায়। এতে আমার মুখ ও জিহ্বা পুড়ে যেত, কথা ভারী হয়ে আসত। কিন্তু চরিত্রের জন্য সেই কষ্টটুকুও করেছি। মানুষের ব্যবহৃত পুরোনো কাপড় কিনে পরেছি।
‘রইদ’ সিনেমায় তুষি এমন এক চরিত্রে অভিনয় করেছেন যার কোনো নাম নেই। ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী। তার কষ্ট সার্থক হবে এমনটাই প্রত্যাশা নায়িকার।
সম্প্রতি ‘রইদ’ সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। এর আগে এটির পোস্টার প্রকাশ করা হয়। তখনই জানানো হয়, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের’ ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ অফিশিয়ালি নির্বাচিত হয়েছে ছবিটি।
সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। এতে নাজিফা তুষি ছাড়া আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকেই।

