বিপিএলের ১৩তম ম্যাচে টানা চতুর্থ হারের দেখা পেলো মাশরাফি বিন মর্ত্তুজার সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৩৮ রানের টার্গেট দিয়েছিল সিলেট।
জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম। ১৪ বল বাকি থাকতেই ১৩৮ রানের লক্ষ্য ছুঁয়েছেন তানজিদ হাসান ও টম ব্রুসরা।
শুরুতেই ব্যাট করে সুবিধা করতে পারেনি সিলেট। দলটির হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন হ্যারি টেক্টর। এ ছাড়া রায়ান বার্ল ৩৪ ও জাকির করেছেন ৩১ রান।
চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছিলেন বিলাল খান।
বিপিএলে এখনও জয়ের দেখা পায়নি মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। টানা তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা।