টানা চতুর্থবারের মতো কমলো চীনের জনসংখ্যা

0
টানা চতুর্থবারের মতো কমলো চীনের জনসংখ্যা

টানা চার বছর চীনে জনসংখ্যার পরিমাণ শুধু কমেছে। গত বছর দেশটিতে ইতিহাসের সবচেয়ে কম জন্মহার রেকর্ড করা হয়েছে। যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির জনসংখ্যা সংক্রান্ত যে চ্যালেঞ্জ রয়েছে সেটি সামনের কয়েক দশকের জন্য আরও বেশি গভীর হবে। খবর রয়টার্সের।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির জনসংখ্যা টানা চতুর্থ বছরের মতো কমেছে। এ বছর জনসংখ্যা ৩৩.৯ লাখ কমে দাঁড়িয়েছে ১৪০.৫ কোটি, যা ২০২৪ সালের তুলনায় দ্রুততর পতন।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে মোট জন্মসংখ্যা নেমে এসেছে ৭৯.২ লাখে, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৯৫.৪ লাখ। একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩.১ লাখে, যা ২০২৪ সালে ছিল ১ কোটি ৯৩ লাখ।

জানা গেছে, ২০২৫ সালে প্রতি এক হাজারে তাদের জন্মহার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশে। যা ২০২৩ সালের ৬ দশমিক ৩৯ শতাংশেরও কম। ২০২৪ সালে চীনে জন্মহার কিছুটা বেড়েছিল। কিন্তু নতুন পরিসংখ্যান দেখাচ্ছে সেটি ছিল ‘বিচ্ছিন্ন ঘটনা’। অর্থাৎ চীনের জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ খুবই উদ্বেগজনক।

জন্মহার কমলেও ২০২৫ সালে দেশটির অর্থনীতির পরিধি ৫ শতাংশ বেড়েছে। এতে করে দেশটি এক্ষেত্রে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here