টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় পর্যটকের অনন্য উদ্যোগ, ৫ মণ প্লাস্টিকবর্জ্য অপসারণ

0

সুনামগঞ্জের বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হাওরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন একদল পর্যটক। তারা হাওর থেকে প্রায় ৫ মণ প্লাস্টিকবর্জ্য সংগ্রহ করে তা পুড়িয়ে ধ্বংস করেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দীন মোহাম্মদ সাদিকের নেতৃত্বে একদল পর্যটক পরিবেশ রক্ষায় প্লাস্টিকবর্জ্য সংগ্রহ করে তা পুড়িয়ে ধ্বংস করেন।

জানা গেছে, ছাতক উপজেলার লক্ষ্ণক্ষণসোম গ্রামের দীন মোহাম্মদ সাদিকের নেতৃত্বে একদল পর্যটক হাওরের গোলাবাড়ী ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় ছড়িয়ে থাকা প্লাস্টিকের বোতল, ওয়ানটাইম গ্লাস, চিপসের প্যাকেটসহ নানা বর্জ্য কুড়িয়ে সংগ্রহ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের এই প্রচেষ্টা চলে।

এ বিষয়ে দীন মোহাম্মদ সাদিক বলেন, ‘হাওরের সৌন্দর্য রক্ষায় এটি আমাদের ছোট্ট প্রচেষ্টা। পর্যটকদের প্রতি আহ্বান থাকবে যেন তারা প্লাস্টিকবর্জ্য ফেলার ব্যাপারে সচেতন হন।’

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে প্রায় ৫ লাখ পর্যটকের আগমন ঘটে। অনেকেই প্লাস্টিকবর্জ্য ফেলে হাওরের পরিবেশের ক্ষতি করেন। শুষ্ক মৌসুমে এসব বর্জ্য হাওরের বিভিন্ন স্থানে জমা হতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here