আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। তিনি দুই উপজেলার বিভিন্ন পাড়ায়, মহল্লায়, গ্রামে দলীয় নেতাকর্মী নিয়ে জনসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন।
বৃহস্পতিবার রাতে সখীপুরের কচুয়া, ইছাদিঘী, কাকড়াজান ও কালিয়ার পথসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে অনুপম শাহজাহান জয় বলেন, এই আসন মূলত আওয়ামী লীগের ঘাঁটি। আপনারা কোনো গুজবে কান দিবেন না। আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে নৌকা মার্কায় ভোট দিতে যাবেন।