টাঙ্গাইলে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

0

টাঙ্গাইলে ৪ লাখ ৯৩ হাজার ৫৫১ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে জেলা পর্যায়ের অনুষ্ঠিত ওরিয়েন্টেশন এই তথ্য জানানো হয়।

আজ সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়নে টাঙ্গাইল সিভিল সার্জনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের এ তথ্য জানান সিভিল সার্জন।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আ: লতিফ মোল্লা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক, মেডিকেল অফিসার ডা. আবু জাফরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ১৪৯ শিশুকে নীল রঙের ক্যাপসুল, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী (১-৫ বছর) ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়ন করতে জেলায় সর্বমোট ৩ হাজার ১০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here