টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

0
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

টাঙ্গাইলের নাগরপুরে বাসের চাপায় নুরু বেপারি (৭০) নামের একজন নিহত হয়েছেন। 

রবিবার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নুরু বেপারি ওরফে নুরু মাতব্বর জেলার নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের মৃত মানিক বেপারির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মামুদনগর বাজার থেকে বাড়ি উদ্দেশে রওনা দেন নুরু বেপারি। পথিমধ্যে তিনি পুষ্টকামরী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগ্রামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১১-৭০২১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।  

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনিজানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here