টাঙ্গাইলে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

0

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। শনিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সূর্য উদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনি দেয়া হয়। পরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী খোন্দকার ফরহাদ আহমদ, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে জাফর আহমেদ শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান।

এছাড়াও দিনের কর্মসূচিতে রয়েছে সকাল ৮টায় টাঙ্গাইল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শরীর চর্চা প্রদর্শন। এতে পুলিশ বাহিনীর সদস্যসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। পরে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হবে। সকল মসজিদ ও মন্দিরে জাতীয় সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here