টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে একাধিক মামলার আসামি গ্রেপ্তার

0
টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে একাধিক মামলার আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলে র‍্যাব-১৪ পৃথক তিনটি অভিযানে ছিনতাই, অপহরণ ও চুরি মামলার একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি অপহরণ মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি ছিনতাই মামলার সক্রিয় আসামি রনিকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ডিস্ট্রিবিউটার অগ্রণী ট্রেডিং কোম্পানি লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ছুরিকাঘাত করে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন। 

আবু রায়হান বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের ধারাবাহিকতায় বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মির্জাপুর থানার মুচিরচালা তরফপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়।

দ্বিতীয় অভিযানে নওগাঁ জেলার মান্দা থানার একটি অপহরণ মামলার প্রধান আসামি মো. মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী গত ১৬ অক্টোবর মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়। এ ঘটনায় আদালতের আদেশে মান্দা থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। 

র‍্যাব জানায়, অপর অভিযানে চুরি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here