টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও কালচারাল রিফর্মেশন ফোরামের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংস্কৃতিক কর্মীরা।

বুধবার(৫ নভেম্বর) সকালে জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা। 

কর্মসূচিতে জেলা কালচারাল রিফর্মেশন ফোরামের সাধারণ সম্পাদক অনিক রহমান বুলবুল, সহ-সভাপতি ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, সাংবাদিক মহব্বত হোসেন, সাংস্কৃতিক কর্মী সুলতানা বিলকিস লতা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বিথিসহ অনেকে বক্তব্য রাখেন। 

এসময় বক্তারা, আবুল কালাম মোস্তফা লাবুর ওপর হামলার তীব্র নিন্দা জানান। একই সাথে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here