টাঙ্গাইলের বাসাইল থানায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে মিম (২২) হত্যার মামলায় জড়িতসহ একাধিক মামলার পলাতক আসামি মো. নজরুল ইসলাম (৬০)–কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, ১৩ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে দুষ্কৃতিকারীরা বাসাইল থানার বাঐখোলা এলাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস অফিসের সামনে যমুনাগামী লেনে ‘বাংলা স্টার’ নামে পাবনাগামী বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীরা নেমে গেলেও মিম দগ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পর বাসাইল থানায় মামলা করা হলে র্যাব-১৪ ছায়াতদন্ত ও অভিযানে নামে।
এর ধারাবাহিকতায় ২৭ নভেম্বর দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার থানার চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন।

