টাঙ্গাইলের সখীপুরে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার ক্যাপ্টেমমোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ওমর ফারুক বলেন, মুহূর্তের মধ্যেই আমার বসতবাড়িসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু হারিয়ে আমি একেবারেই নিঃস্ব হয়ে গেলাম।