টাঙ্গাইলের মধুপুরের বোয়ালীতে ঘরের আঁড়ার সাথে ফাঁস দিয়ে আবু সাইদ (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে। সে মধুপুরের শহরের কসমেটিকস ব্যবসায়ী শহিদুল ইসলামের ছেলে। কুড়ালিয়া মাদ্রাসা থেকে হেফজ পাশ করেছে সে।
বুধবার সকালে পরিত্যক্ত রুমের তালা খোলা দেখে প্রতিবেশী ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে।
শহিদুল ইসলাম জানান, লেখাপড়া না করার কারণে সাইদকে আমার সাথে দোকানে বসিয়ে দেই। কিন্তু সে দোকানে মনোনিবেশ না করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। বেশ কিছুদিন যাবত সে কারও সাথে কথা বলতো না। চুপচাপ বসে দিন-রাত মোবাইলে গেমস খেলতো।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন আইরি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।