টাঙ্গাইলে পিকআপ ভ্যান-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

0
টাঙ্গাইলে পিকআপ ভ্যান-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছার নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩০) ও একই উপজেলার বিল্লাল হোসেনের স্ত্রী (৬০)।

বৃহস্পতিবার বিকালে মধুপুর উপজেলার বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকালে মাহিন্দ্রা এবং পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুইজন যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ১২ জন।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের মরদেহ মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মাহিন্দ্রা এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here