টাঙ্গাইলে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার দাবি

0

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ সভাপতি ও টাঙ্গাইল জেলা বাসকোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনিরকে ধর্ষণ মামলায় গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে টাঙ্গাইলের সচেতন নারী সমাজ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভাসানী হল থেকে প্রতিবাদ মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে তারা।

উল্লেখ্য, গত বুধবার রাতে ১৭ বছরের এক কিশোরী টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ মামলায় গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়েছে। গোলাম কিবরিয়া টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, এই বোর্ড ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষায় শুধু গর্ভবর্তী ছাড়া অন্য কোন আলামত পাওয়া যায়নি। তবে এ ঘটনায় গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট নিসফুন নেসাকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল বোর্ড করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here