টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের বাড়ি নাটোরে বলে পুলিশ জানিয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই তৌয়েব আলী জানান, শুক্রবার রাতে আনালিয়াবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে। এ সময় বাসটি মেরামত করার সময় যাত্রীরা মহাসড়কের পাশেই রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা এক শিশু এবং দুই ব্যক্তি নিহত হন। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।