টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন

0

টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত মেছের আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকী (৬৫)। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে মাসুদ রানা ইতালি প্রবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবারের পক্ষ থেকে মাসুদ রানাকে প্রায় ৩ থেকে ৪ মাস পূর্বে ক্রোয়েশিয়ায় পাঠানো হয়। পরে মাসুদ সেখান থেকে ইতালিতে যায়। সেখানে কাজ না পেয়ে মাসুদ পরিবারের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা নেয়।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here