টাঙ্গাইলে গৃহহীন আনসার সদস্যকে ঘর হস্তান্তর

0
টাঙ্গাইলে গৃহহীন আনসার সদস্যকে ঘর হস্তান্তর

টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)-এর উদ্যোগে গৃহহীন এক নারী আনসার সদস্যকে বিনামূল্যে একটি ঘর হস্তান্তর করা হয়েছে।

রবিবার দুপুরে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যোগনী খোর্দ্দ গ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এ সময় টাঙ্গাইল প্রান্তে উপস্থিত ছিলেন জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলাম, আনসার-ভিডিপির ইউনিয়ন দলনেত্রী মর্জিনা আক্তার রুমি, স্থানীয় আব্দুল মজিদ মিয়া এবং আনসার-ভিডিপির অন্যান্য সদস্যরা।

প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঘরটি পেয়ে উপকারভোগী নারী আনসার সদস্য নাজমা আক্তার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি আনসার-ভিডিপি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here