টাঙ্গাইলে কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদককারবারি গ্রেফতার

0

টাঙ্গাইলের কালিহাতী থেকে এক কোটি টাকা মূল্যের এক হাজার ১৫০ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদককারবারি মানিক চান সওদাগরকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃত মানিক রাজশাহী জেলার দূর্গাপুর থানার গৌরীহারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

রবিবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানাধীন হামিদপুর বাজার এলাকা হতে ১১৫০ গ্রাম হেরোইনসহ মানিক চানকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ১৫ লাখ (এক কোটি পনেরো লক্ষ) টাকা।

সে রাজশাহী জেলার সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করত। গ্রেফতারকৃত মানিক চান সওদাগরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here