টাঙ্গাইলের সখীপুরে আমিনুল হত্যা মামলা: ৪ আসামি গ্রেফতার

0

টাঙ্গাইলের সখিপুরে চাঞ্চল্যকর অটোরিকশা চালক আমিনুল ইসলাম হত্যা মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন লালমনিরহাট জেলার কালিগঞ্জের মনিরুল ইসলামের স্ত্রী শরিফা আক্তার শিল্পী (৩৬), পিরোজপুর জেলার কাউখালীর এনামুল হকের ছেলে বাহার হোসেন কাজল (৫৭), টাঙ্গাইলের সখীপুর উপজেলা আ. রহমান মিয়ার ছেলে খোকন মিয়া ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার ছালাম খানের ছেলে মোখলেছুর রহমান (৫৪)।  

শুক্রবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় আকাশমনি বাগান থেকে অটোরিকশা চালক আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ২৮ অক্টোবর রাতে তাকে হত্যা করে তার অটোটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ২৯ অক্টোবর সখীপুর থানায় হত্যা মামলা মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here