টাঙ্গাইলের ফাইলা পাগলার মেলায় মাদক সেবন রোধে অভিযান

0

টাঙ্গাইলের সখীপুরে ফাইলা পাগলার মেলায় মাদক সেবন রোধে অভিযান চালিয়ে অর্ধশতাধিক খুপরি ঘর উচ্ছেদ করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার দাঁড়িয়াপুর ফাইলা পাগলার মাজারের আশপাশে এ অভিযান চালানো হয়। 

পুলিশ জানায়, ঐতিহ্যবাহী ফাইলা পাগলার মেলা এলাকা থেকে মাদকদ্রব্য জব্দের লক্ষ্যে শুক্রবার বিকেলে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রি ও সেবনের ৫০-৬০টি খুপরি উচ্ছেদ করা হয়। এসব খুপরি ঘর থেকে বিক্রি করা গাঁজা স্থানীয় যুবকেরা কিনে সেবন করছিলেন। আবার কেউ কেউ খুপরিতে আসর বসিয়েছিলেন। 

উল্লেখ্য, ফাইলা পাগলার মেলা প্রায় ৭৪ বছর ধরে উদযাপন হয়ে আসছে। হিজরি রজব মাসের প্রথম দিন থেকে মেলা শুরু হয়ে মাসব্যাপী চলে এর কার্যক্রম।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here