টাইমস স্কোয়ারে লাল-সুবজ শাড়িতে নেচে গেয়ে বাংলাদেশকে উপস্থাপন

0

নিউইয়র্ক সিটিতে বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে ‘শাড়ি গোজ গ্লোবাল’ (Sharee Goes Global) অনুষ্ঠানে অংশ নেন বাঙালিসহ ৫ শতাধিক নারী। বিশ্বব্যাপী শাড়িকে সংস্কৃতি এবং ঐতিহ্য’র একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত করা, নারীর ক্ষমতায়ন এবং তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে শনিবার এই উদ্যোগ গ্রহণ করে ‘ব্রিটিশ ওইমেন ইন শাড়িজ’ নামে ব্রিটেনের একটি সংগঠন। 

ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে শাড়ি পরিহিত নারীদের নিয়ে অনুষ্ঠানের পর বিশ্বব্যাপী এর প্রচারের লক্ষ্যে ডাক্তার রিতা কাকটি-শাহ পরিচালিত নিউইয়র্কের সংগঠন ‘উমা’কে সাথে নিয়ে এবারের আয়োজন ছিল আরো ব্যাপক। 

বাংলাদেশ দলের পক্ষে রুবিনা আজিজ ও তাহেরা কবির প্ল্যাকার্ডের মাধম্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শাড়ির পরিচিতি তুলে ধরেন। যেমন ঢাকাই জামদানি ও মসলিন, রাজশাহী সিল্ক, মিরপুর কাতান, নকশি কাঁথা, তাঁত/মনিপুরী। প্যারেড শেষে সকল দেশ একের পর এক নৃত্য পরিবেশন করে। ‘চলো বাংলাদেশ’ গানের সাথে বাংলাদেশ দলের নৃত্য পরিবেশনা ভূয়সী প্রশংসা অর্জন করে। পৃথিবীর  বিভিন্ন প্রান্তে বেড়ে উঠা নতুন প্রজন্ম যেন ঐতিহ্যবাহী শাড়িকে তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here