টাইমস স্কয়ারে তারাবির নামাজ পড়লেন হাজারও মুসল্লি

0

বিশ্ব বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত নিউইয়র্কের টাইমস স্কয়ারে হাজারও মানুষ একসাথে তারাবির নামাজ আদায় করেছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ আয়োজন পালিত হয়। উদ্যোক্তারা জানান, ইসলামভীতি দূর করা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য।

টাইমস স্কয়ারে তারাবির নামাজে অংশ নেন নারীরাও। তরুণ ইমাম ফরাজ হাসানের ইমামতিতে হয় তারাবি। আল্লাহু আকবর ধ্বনি ওঠে হাজারও কণ্ঠে।

টাইমস স্কয়ারে তারাবির জামায়াত শেষে এক মুসল্লি বলেন- সংযম, দান, প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান পালন করা হয়। কুরআন তিলাওয়াত ও তরজমার মধ্য দিয়ে সে বিষয়টি প্রচার করতে চেয়েছি আমরা। মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য প্রচার করতে চেয়েছি।

ইফতারের পর থেকেই শুরু হয় আয়োজন। সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাইমস স্কয়ার। সুশৃঙ্খলভাবে জামায়াতে আদায় করা হয় মাগরিবের নামাজও। বহু অমুসলিমও হাজির হন এ আয়োজন দেখতে।

নামাজ পড়তে যাওয়া একজন মুসল্লি বলেন, ইসলাম নিয়ে অনেকের মাঝে ভীতি আছে। উগ্র মানুষ সব ধর্মেই আছে। সেই অল্প সংখ্যক মানুষ কখনই সংখ্যাগরিষ্ঠের চরিত্র হিসেবে বিবেচিত হতে পারে না। সূত্র: দ্য ন্যাশনাল নিউজ, ফ্রি প্রেস জার্নাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here