আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল সেনেগাল ও আয়োজক আইভরিকোস্ট। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্রয়ে শেষ হয়। এরপর অতিরিক্ত সময়ও গোলশূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে আইভরিকোস্ট ৫ শটে সাফল্য পায়। বিপরীতে ৪ শটে বল জালে জড়াতে পারে সেনেগাল।
সেনেগালের শুরুটা অবশ্য হয়েছিল স্বপ্নের মতোই। চতুর্থ মিনিটেই সাদিও মানের ক্রসে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন সৌদি প্রো লিগের ক্লাব আল শাবাবে তারকা হাবিব দিয়ালো। এই লিড ধরে রেখেই প্রথমার্ধ পার করে তারা।
অতিরিক্ত সময়ে সেনেগাল মরিয়া চেষ্টা চালায়। কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। এরপর টাইব্রেকারে গিয়েও জয়সূচক গোলটি করেন কেসি। ফলে ঘরের মাঠে অনুষ্ঠিত আফকনের শেষ আটে উঠে যায় তার দল।