টাইব্রেকারে ইডব্লিউপিডি ইঅ্যান্ডটিকে হারাল সেন্ট্রাল স্টোর

0
টাইব্রেকারে ইডব্লিউপিডি ইঅ্যান্ডটিকে হারাল সেন্ট্রাল স্টোর

বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে সেন্ট্রাল স্টোর ও ইডব্লিউপিডি ইঅ্যান্ডটি। 

রোমাঞ্চকর ম্যাচটিতে টাইব্রেকারে জয় পেয়েছে সেন্ট্রাল স্টোর। রবিবার (১১ জানুয়ারি) প্রীতি ফুটবল ম্যাচে ইডব্লিউপিডিকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে সেন্ট্রাল।

এর আগে, নির্ধারিত সময়ের খেলায় হাডাহাড্ডি লড়াই হয়। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি। তার প্রমাণ স্কোর বোর্ডে। 

রোমাঞ্চকর লড়াইটি ৪-৪ গোলে সমতায় শেষ হয়। নির্ধারিত সময়ের পর ম্যাচটির ফল টাইব্রেকারে নির্ধারিত হয়। স্পটকিকে ৪-২ গোলে জয় পায় সেন্ট্রাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here