দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫ কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় গাইবান্ধা পৌরসভাকে সম্মাননা দেওয়া হয়েছে। এই ক্যাম্পেইনে গাইবান্ধা জেলা রংপুর বিভাগে প্রথম এবং সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে।
বুধবার গাইবান্ধা পৌরসভার সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিভিল সার্জনের কার্যালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে পৌরসভাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। গাইবান্ধা পৌরসভার পক্ষে সম্মাননা গ্রহণ করেন পৌরসভার প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, পৌরসভার প্রশাসক একেএম হেদায়েতুল ইসলামের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে।
সম্মাননা গ্রহণের পর একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ‘এই অর্জন একক কারও নয়, এটি সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আশা করি, ভবিষ্যতেও যেকোনো টিকাদান কর্মসূচিতে এই সাফল্য আমাদের আরও উৎসাহিত করবে।’ তিনি আরও বলেন, নবজাতক, শিশু, গর্ভবতী নারী ও কিশোরীদের নিয়মিত টিকাদান কার্যক্রমেও পৌরসভার কর্মীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার (গাইবান্ধা) ডা. খন্দকার জাকারিয়া, সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, টিকাদান সুপারভাইজার রায়হান মিয়া, স্বাস্থ্য সহকারী মাসুদুল হাসান, মোতালেব মিয়া ও ইবনে সাঈদ মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

