টাইগারদের ২৬৪ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

0

ওয়ানডে বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৯.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। ফলে প্রস্তুতি ম্যাচটিতে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৬৪ রান।

এদিন ব্যাট করতে নেমে দুই ওপেনারে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। যদিও খানিক পরেই কাঁধে অস্বস্তি বোধ করায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন কুশল পেরেরা। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৪ রান। এরপর নিশাঙ্কাকে সঙ্গ দিতে আসেন কুশল মেন্ডিস। দু’জনের ব্যাটে শতরান পেরিয়ে যায় লঙ্কানরা।

এরপর ভয়ঙ্কর হয়ে ওঠা চারিথ আশালঙ্কাকে সাজঘরে ফেরান শেখ মাহেদী। মিরাজের দারুণ ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন ১৮ রান করে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লঙ্কান অধিনায়ক শানাকা। শরিফুলের শর্ট বলে তানজিমের ক্যাচে ৩ রানেই ফিরতে হয়েছে তাকে। রান আউটে কাটা পড়েন করুনারত্নে (১৮)। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করে মিরাজের শিকার হন ধনঞ্জয়া। ১০ রানে দুনিথ ও ১১ রানে আউট হন হেমন্ত। ১৩ রানে অপরাজিত থাকেন লাহিরু কুমারা।

বাংলাদেশের হয়ে শেখ মাহেদী ৩৬ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। এছাড়া নাসুম, শরিফুল, তানজিম ও মিরাজ একটি করে উইকেট পেয়েছেন। এদিন ৭ ওভার বোলিং করে উইকেট শূন্য থাকলেও বেশ মিতব্যায়ী ছিলেন তাসকিন আহমেদ। এদিকে, এই ম্যাচে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোটে পড়েছেন তিনি। সাকিবের অবর্তমানে আজ অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদী হাসান মিরাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here