টাইগারদের হেসেখেলে হারাল নিউজিল্যান্ড

0

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে হেসেখেলে হারাল নিউজিল্যান্ড। ৯১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতল কিউইরা। এতে সিরিজ জিতল ২-০ ব্যবধানে। প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

শুরুতে ব্যাট করতে নেমে ৩৪ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৭৬ রান করেন নাজমুল হাসান শান্ত।

তবে ম্যাচের মোড় হেনরি নিকোলসকে নিয়ে ঘুরাতে থাকান উইল ইয়ং। নাসুম আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ৮০ বলে ৭০ রান করেন তিনি। ততক্ষণে অবশ্য নিকোলসের সঙ্গে ৭৯ রানের জুটিতে ম্যাচ বের করে ফেলেছেন তিনি। বাকি কাজটা সারেন নিকোলস ও ব্লান্ডেল। ৮৬ বলে ৫০ রানে নিকোলস ও ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন ব্লান্ডেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here