টাইগারদের হারিয়ে যা বললেন লঙ্কান অধিনায়ক

0

ফের টাইগারদের ধবলধোলাই করলো লঙ্কান ক্রিকেটাররা। পুরো টেস্ট সিরিজে শ্রীলঙ্কার ব্যাটাররা নিজেদের প্রমাণ করেছেন। পাশাপাশি দলটির পেসাররাও দিয়েছেন সক্ষমতার পরিচয়। ২ টেস্টের চার ইনিংস মিলিয়ে ৩৩ উইকেট নিয়েছেন লঙ্কান পেসাররা। পেসারদের এমন সাফল্যে গর্বিত দলটির অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাও। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মৃত উইকেটে একজন স্পিনারকে খেলানোর চাইতে আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলানোর পক্ষে আমি। আর তাই ফাস্ট বোলারই আমার পছন্দ। এ কারণে আমরা তিন পেসার নিয়ে খেলেছি। আমাদের পেসারদের ভালো করার জন্য উইকেটে ঘাস থাকার প্রয়োজন নেই। তারা এই বিষয়টি প্রমাণও করেছে।’

সিলেট টেস্টে ব্যাটাররা রান না পেলেও চট্টগ্রাম টেস্টে রানে ফিরেছেন ব্যাটাররা। যে কারণে খুশি ধনঞ্জয়া, ‘আমরা যখন বাংলাদেশে এসেছি, তখনই বুঝেছি এখানে ব্যাটাররা রান পাবে। তাদের (ব্যাটার) পরিকল্পনায় ছিল রান করা। তারা হতাশ ছিল, কেননা সিলেটে তারা রান পায়নি। কিন্তু তারা ফিরে এসেছে। আমার জন্য অন্য বিষয়গুলো নিয়ন্ত্রণ করা সহজ ছিল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here