আন্দ্রে অ্যাডামসকে বোলিং কোচ ও ডেভিড হ্যাম্পকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকেই কাজ করবেন তারা।
এর আগে হাই পারফরম্যান্স দলে কাজ করেছেন ডেভিড হেম্পকে ও আন্দ্রে অ্যাডামস।
গত বছরের মে থেকে এইচপি দলের সঙ্গে কাজ করছেন হেম্প। জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরেও গিয়েছিলেন তিনি। এবার তাকে পাকাপাকিভাবেই জাতীয় দলের ব্যাটিং কোচ করা হয়েছে।
এছাড়া বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে। দু’জনের সঙ্গেই দু বছরের চুক্তি হয়েছে বিসিবির।
ইসিবির লেভেল ৪ কোচিং করা আছে হেম্পের। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান আছে তার। খেলেছেন গ্ল্যামারগন, ইয়র্কশায়ারের মতো দলে। বারমুডার হয়ে ২৪টি ওয়ানডে খেলেছেন হেম্প। ২০২০ থেকে ২০২২ সাল অবধি পাকিস্তান নারী দলের হেড কোচ ছিলেন তিনি।
সব ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের হয়ে ৪৭ ম্যাচে মাঠে নেমেছেন অ্যাডামস। এক দশকের বেশি সময়ের কোচিং ক্যারিয়ারে বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন তিনি। সবশেষ নিউজিল্যান্ড দলের পাকিস্তান সফরে বোলিং কোচ ছিলেন।