রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দারুন ব্যাটিংয়ে ছুটছে আফগানিস্তান। গুরবাজের ফিফটিতে দারুন শুরু করেছে দলটি। ওপেনিং জুটিতেই দেড়শ ছাড়িয়েছে রান। টাইগারদের বোলিং ব্যর্থতায় দাপুটে গতিতে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান।
পাওয়ার প্লেতে ৬৭ রান তোলে আফগানিস্তান। ৫১ বলে অর্ধশত জুটি গড়েন দুই ওপেনার গুরবাজ ও জাদরান। এর মধ্যে ছক্কা মেরে ফিফটির দেখা পান গুরবাজ। ছয় চার ও তিন ছক্কায় পঞ্চাশ পূর্ণ করেন তিনি। এরপর মাত্র ৮৯ বলে দুইজন পূর্ণ করেন শতরানের জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৫৮ রান। গুরবাজ ৯১ ও জাদরান ৪২ রানে অপরাজিত আছেন।