টাইগারদের বোলিং তাণ্ডবে ধুঁকছে আইরিশরা

0

৩৩৯ রানের বিশাল টার্গেট তাড়ায় ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তাণ্ডবে ধুঁকছে আয়ারল্যান্ড। দলীয় ১০৯ রানের মাথায় হারিয়েছে ৬ উইকেট।

এর আগে বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬০ রান করে আইরিশরা। এরপর মাত্র ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় আইরিশরা।

বাংলাদেশের বিপক্ষে ৩৩৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুভ সূচনা করে আয়ারল্যান্ড। ১১.১ ওভারে আইরিশদের সংগ্রহ ছিল ৬০ রান। এরপর মাত্র ২ রানের ব্যবধানে দুই ওপেনারের উইকেট হারায় আয়ারল্যান্ড। 

সাকিব আল হাসানের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন স্টিফেন ডোহেনি।

দলীয় ৬০ রানে সাজঘরে ফেরার আগে ডোহেনি করেন ৩৮ বলে চার বাউন্ডারি  আর এক ছক্কায় ৩৪ রান। তার বিদায়ে ১১.২ ওভারে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। 

তাসকিনের করা শর্ট বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পল স্টার্লিং। তার বিদায়ে ১২.২ ওভারে ৬২ রানে দুই ওপেনারের উইকেট হারায় আয়ারল্যান্ড। এবাদতের দ্বিতীয় শিকারে পরিণত হন হ্যাটি ট্যাকার। 

তাসকিন আহমেদ ওভার দা উইকেট থেকে ভেতরের দিকে বল ঢুকিয়েছিলেন। লাইন মিস করে বোল্ড হয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক এন্ডু বালবার্নি। তার বিদায়ে ১৫.৩ ওভারে ৭৩ রানে চতুর্থ উইকেট হারায় আয়ারল্যান্ড।

তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন লরকান ট্যাকার। তাসকিনের বলটি স্লিপের উপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন লরকান। ফাস্ট স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ইয়াসির আলী দুই পা শূন্যে ভাসিয়ে দিয়ে ক্যাচটি তালুবন্দি করেন। লরকানের বিদায়ে ১৭.১ ওভারে ৭৬ রানে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটিং তাণ্ডবে রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ৩৩৮ রান। ওয়ানডে ক্রিকেটে এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ।

এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে সর্বোচ্চ ৩২৯ রান করেছিল টাইগাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here