টাইগারদের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ড্যারেন সামি

0
টাইগারদের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ড্যারেন সামি

আফগানিস্তানের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশের মিশন এখন ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে আগামীকাল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ শিবির। সিরিজ শুরুর আগের দিন শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন সামি।

উইকেট নিয়ে কথা বলতে গিয়ে সামি বলেন, ‘আমি জানি না কীভাবে (উইকেট) বর্ণনা করব। তবে আমি একটা কথা বলতে পারি, এই উইকেট নিয়ে আমরা বেশি মাথা ঘামাই না। আমরা যেখানেই যাই, আমাদের মূল লক্ষ্য একটাই থাকে। আপনাকে প্রস্তুত থাকতে হবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। ব্যাটিং বা বোলিং- দু’দিকেই আমাদের পরিকল্পনা স্পষ্ট। ম্যাচে নামার আগে ছেলেরা মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।’

বাংলাদেশের কন্ডিশনে স্পিন বোলারদের ভূমিকা নিয়ে সামি যোগ করেন, ‘আমাদের জন্য এটা বড় কোনো বিষয় নয়। তরুণ পেসারদের পাশাপাশি স্পিনাররাও নিজেদের সামর্থ্য প্রমাণ করতে মুখিয়ে আছে। আমি চাই, দল হিসেবে আমরা একটা সুন্দর সূচনা করি।’

ক্যারিবিয়ান কোচ আরও বলেন, ‘আমরা জানি, বাংলাদেশ ঘরের মাঠে সব সময়ই চ্যালেঞ্জিং প্রতিপক্ষ। কিন্তু আমাদের লক্ষ্য নিজেদের খেলা খেলেই সেরা পারফরম্যান্স তুলে ধরা। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here