টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন কিউই অধিনায়ক

0

দুই টেস্ট ম্যাচ সিরিজ শেষ করেই বাংলাদেশ উড়ে গেছে নিউজিল্যান্ড। তাসমান পাড়ের দেশটিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-২০। আগামীকাল শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ।

রঙিন পোশাকে কিউইরা এখনো অপ্রতিরোধ্য হলেও বাংলাদেশের বিপক্ষে এই দুই সিরিজকে তারা দেখছে চ্যালেঞ্জ হিসেবে। দলটির অধিনায়ক টম লাথাম বলেন, ‘তাদের বিপক্ষে এই কন্ডিশনে গত কয়েক বছরে আমরা বেশ কয়েকবার খেলেছি। ব্যাটিংয়ে তাদের কিছু ক্রিকেটারকে আমাদের এখনও খেলা হয়নি। দারুণ চ্যালেঞ্জ হতে যাচ্ছে এটি।’

নিউজিল্যান্ডের চাওয়া নিজেদের সহজাত খেলা খেলে জয় তুলে নেওয়া। তাই বলছেন লাথাম, ‘সব ম্যাচই তো আপনি জেতার জন্য খেলবেন। তবে আমাদের চিন্তা হচ্ছে আমরা যতটা নিজেদের খেলার ধরনটা বজায় রেখে খেলে যেতে পারি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here