১৭ ডিসেম্বর ভোর চারটায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে টাইগাররা। এই ম্যাচ সামনে রেখে আজ গণমাধ্যমের সামনে কথা বলেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। সিনিয়র ক্রিকেটাররা অবসরে থাকায় অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে ল্যাথামের কাঁধে।
ডানেডিনে ল্যাথাম বলেছেন, ‘দেশে ফিরে নিজেদের কন্ডিশনে খেলতে পারবো, এতে ভালো লাগছে। বাংলাদেশের বিপক্ষে এই কন্ডিশনে গত কয়েক বছরে আমরা খেলেছি। ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, তাদের কিছু খেলোয়াড়ের বিপক্ষে আমাদের খেলার অভিজ্ঞতা হয়নি। চ্যালেঞ্জটা তাই বড়ই হবে। আমাদের দলেও বেশ কয়েকজন খেলোয়াড় বিশ্রাম পেয়েছে। কিন্তু বাকিদের জন্য এটা সুযোগ।’
বলে ব্যাটে টাইগারদের বিপক্ষে ভালো খেলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন ল্যাথাম। আর বাংলাদেশের নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্তও চান ওয়ানডে সিরিজ জিততে।