বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল আফগানিস্তান। রবিবার ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
টেস্ট না খেললেও ওয়ানডেতে থাকছেন তারকা স্পিনার রশিদ খান। সবশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েছেন নুর আহমেদ ও ফরিদ আহমেদ মালিক। দলে জায়গা পেয়েছেন সাইদ আহমেদ শিরজাদ, সেলিম শাফি, জিয়া আকবর ও ইজারুল হক নাভিদ।
আফগান দল
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদউল্লাহ কামাল, ইব্রাহিম আলখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকী, জিয়া আকবর, ইজারুল হক নাভিদ, আব্দুল রহমান, সেলিম শাফি, সাইদ আহমেদ শিরজাদ।