বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড। দলে নেই তারকা লেগ স্পিনার রশিদ খান।
বুধবার টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করে আফগানিস্তান।
আগামী ১৪ জুন থেকে একমাত্র টেস্ট মিরপুর শেরে-ই বাংলায় শুরু হবে। খেলা শুরু হবে প্রতিদিন সকাল ১০টা থেকে। এরপর ১৬ দিন বিরতি দিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড
হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসুদ।