বিপিএলে নিজেদের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে ঢাকা ক্যাপিটালস। এর আগে টানা ছয় ম্যাচ হেরে পয়েন্টস টেবিলের তলানীতে রয়েছে সাকিব খানের ঢাকা। অপরদিকে পাঁচ খেলায় দুই ম্যাচ জিতে টেবিলের পঞ্চম স্থানে রাজশাহী।
আজ রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। আসরের প্রথম দেখায় ঢাকাকে ৭ উইকেটে হারায় রাজশাহী।
রাজশাহীর একাদশ থেকে বাদ পড়েছেন তরুণ ওপেনার জিসান আলম। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন সাব্বির হোসেন।
এ ছাড়া বাদ পড়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। তার জায়গায় একাদশে এসেছেন স্পিনার সানজামুল ইসলাম। ঢাকার একাদশে এসেছে একটি পরির্বতন। যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার শুবম রাঞ্জানের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন পেসার মুকিদুল ইসলাম।
ঢাকা ক্যাপিটালস একাদশ
লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, থিসারা পেরেরা, রিয়াজ হাসান, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, ফারমানুল্লাহ শাফি, মুকিদুল ইসলাম মুগ্ধ এবং মুস্তাফিজুর রহমান।
দুর্বার রাজশাহী একাদশ
মোহাম্মদ হারিস, এনামুল হক বিজয়, এসএম মেহেরব, সাব্বির হোসেন, ইয়াসির আলী, রায়ান বার্ল, আকবর আলী, সোহাগ গাজী, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম এবং সানজামুল ইসলাম।