বিপিএলের ১২তম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স। তিন ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে রংপুর। আর দুই ম্যাচে ঢাকা জিতেছে একটিতে।
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শুরুটা ভালো করেছিল ঢাকা। কিন্তু পরের ম্যাচেই হেরে বসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে। সিলেটে আজই প্রথম ম্যাচ খেলতে নামছে তারা। আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এনেছে তিনটি। অন্যদিকে একই একাদশ নিয়ে খেলছে রংপুর।
ঢাকা একাদশ: নাঈম শেখ, দানুশকা গুনাথিলাকা, সায়েম আইয়ুব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর, লাসিথ ক্রুসপুল, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।