টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

0
টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো শ্রীলঙ্কা

এশিয়া কাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও হংকং। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ফলে প্রথমে ব্যাট করবে হংকং।

এরই মধ্যে দুই ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে হংকং। প্রথম ম্যাচে তারা হেরেছে আফগানিস্তানের কাছে ৯৪ রানে, আর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে পরাজিত হয় বাংলাদেশের বিপক্ষে। এই দুটি হারের ফলে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। তবে অঙ্কের হিসাব বলছে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলেই কিছু সম্ভাবনা টিকে থাকবে।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আজকের ম্যাচে জিতলেই তারা নিশ্চিত করবে সুপার ফোর পর্ব।

হংকং একাদশ: জিশান আলি (উইকেটরক্ষক), অংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, শহিদ ওয়াসিফ, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুরতাজা (অধিনায়ক), আইজাজ খান, আয়ুশ শুকলা, আতিক ইকবাল, এহসান খান।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুষ্মন্ত চামিরা, নুয়ান থুসারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here