২০২৪ বিপিএলের ১৫তম ম্যাচে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে রংপুর রাইডার্স।
এখন পর্যন্ত ৪ ম্যাচে ৪ পয়েন্ট রংপুরের, বিপরীতে কুমিল্লা এক ম্যাচ কম খেলে তাদের সমান পয়েন্ট সংগ্রহ করেছে। দুই দলই নিজেদের আগের ম্যাচে জয়ের দেখা পেয়েছে। জয়ের পথে থেকে আরও এগিয়ে যাওয়ার সুযোগ তাদের সামনে।
রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, হাসান মুরাদ, ফজলে মাহমুদ, বাবর আজম, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী ও ব্র্যান্ডন কিং।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, মাহিদুল ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলী, খুশদিল শাহ, তানভীর ইসলাম, আজমীর জামান, রেইমন রেফার, আলিস আল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।