প্লে-অফ আগেই নিশ্চিত করে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এমনকি প্রথম কোয়ালিফায়ারেও নাম লিখিয়েছে তারা। আজ সুযোগ থাকছে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করার। অন্যদিকে ফরচুন বরিশালের লক্ষ্য প্লে-অফ নিশ্চিত করা। সেজন্য জয় দরকার তাদের। হারলে অবশ্য তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচে খুলনা টাইগার্সের হারের দিকে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল। একাদশে তিনটি পরিবর্তন এনেছে তারা। অন্যদিকে কুমিল্লার বদল একটি।
কুমিল্লা একাদশ:
লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, মঈন আলী, জাকের আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মুশফিক হাসান, তানভীর ইসলাম, ম্যাথু ফোর্ড, এনামুল হক।