বিপিএলের চলতি আসরে শুরুটা জয় দিয়ে হলেও এরপর হেরেই চলেছে দুর্দান্ত ঢাকা। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স এখনও পর্যন্ত আসরে জয়ের দেখাই পায়নি। প্রথম লেগে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে তারা। যেখানে টস জিতে তাদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।
রাজনৈতিক ব্যস্ততার কারণে এই ম্যাচে খেলছেন না সিলেটের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন।
সিলেট একাদশ:
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান, মোহাম্মদ মিঠুন, সামিত প্যাটেল, বেনি হাওয়েল, রায়ান বার্ল, আরিফুল হক, রেজাউর রহমান রাজা, নাঈম হাসান, রিচার্ড এনগারাভা।