টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট

0
টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে নোয়াখালী এক্সপ্রেস এবং স্বাগতিক সিলেট টাইটান্সের মধ্যে ম্যাচ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট, ফলে আগে ব্যাটিং করছে নোয়াখালী।

এবারের বিপিএলের সিলেট পর্ব শুরু হয়েছে শুক্রবার। উদ্বোধনী দিনে মাঠে নামা সিলেট টাইটান্সের শুরু মোটেও ভালো হয়নি। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৯০ রান করা সত্ত্বেও তারা হেরেছে ৮ উইকেটে, যেখানে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন।

একই দিনে নোয়াখালী এক্সপ্রেসও মাঠে নেমেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। তবে তারা ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে ৬৫ রানে হেরে যায়।

নোয়াখালী ও সিলেট যে দলই জিতুক, তারাই মৌসুমের প্রথম জয়ের স্বাদ পাবেন। পরাজিত দলকে এখনও প্রথম জয়ের অপেক্ষা করতে হবে।

নোয়াখালী এক্সপ্রেস একাদশ: মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, সৈকত আলী (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), হায়দার আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জহির খান, রেজাউর রহমান রাজা।

সিলেট টাইটান্স একাদশ: সাইম আইয়ুব, রনি তালুকদার, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), আফিফ হোসেন, ইথান ব্রুকস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, সালমান ইরশাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here