টসে জিতে বোলিংয়ে চিটাগং কিংস

0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় টস অনুষ্ঠিত হয়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও টি-স্পোর্টস।

বিপিএলের সূচি অনুযায়ী ম্যাচটি বেলা দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হবে বেলা ১২টায়। আজ বছরের শেষ দিন হওয়ায় থার্টি ফাস্টে জনসাধারণের চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা বিধিনিষেধ থাকে। সেই নির্দেশনার আলোকেই আজকের দুটি ম্যাচের সময়সূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে।

চিটাগং কিংস একাদশ:

মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, উসমান খান, হায়দার আলী, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, টম ও’কোনেল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও আলিস আল ইসলাম।

খুলনা টাইগার্স একাদশ:

মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নাওয়াজ, ওশানে থমাস, উইলিয়াম বসিস্তো ও ইব্রাহিম জাদরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here