টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি; নিহতের সংখ্যা বেড়ে ২৬

0

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নোডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ২৫ জন মিসিসিপির ও অন্য একজন আলাবামা অঙ্গরাজ্যের। শনিবার (২৫ মার্চ) আঘাত হানা টর্নেডোতে অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তাই এখনো চলছে উদ্ধার অভিযান।

মিসিসিপি অঙ্গরাজ্যের গভর্নর টেট রিভস ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এক বিবৃতিততে বাইডেন বলেন, যতদিন লাগে আমরা বিধ্বস্ত এলাকায় কাজ করবো। পুনরুদ্ধার প্রক্রিয়ায় সাহায্য করতে একসঙ্গে কাজ করারও ঘোষণা দিয়েছেন তিনি।

বেশ কয়েকটি গ্রামীন শহরেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রাকৃতিক এই দুর্যোগটি। ভেঙে পড়েছে অসংখ্য গাছ ও বিদ্যুতের লাইন। বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here