কানাডায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে “শেখ রাসেল দিবস” উদযাপিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা শাখার উদ্যোগে কানাডার টরোন্টোর ডেনফোর্থের রেড হর্ট রেস্টুরেন্টে কেক কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে শেখ রাসেল দিবস ও শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়াউল আহসান চৌধুরী।
এ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাজুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার সহসভাপতি ড. এ এম তোহা, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তৌহিদ খান আশিকসহ আরও অনেকে।