টরন্টোর সংগীত উৎসবে তাহসান, মোনালিসা ও ইমরান

0

কানাডার টরন্টোতে আজ সন্ধ্যায় এক সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে। এতে অনেক দিন পর এক মঞ্চে দেখা যাবে কণ্ঠশিল্পী তাহসান খান, ইমরান মাহমুদুল ও মডেল-অভিনেত্রী মোনালিসাকে। আশিকিন এন্টারটেইনমেন্টের আয়োজনে সন্ধ্যায় টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে এই উৎসব।

আয়োজকরা জানান, প্রবাসী বাঙালি ও স্থানীয় সংগীতপ্রেমীদের জন্য এই আয়োজন। যেখানে তাহসান, ইমরান ও মোনালিসার পাশাপাশি থাকছে আরও কয়েকজন শিল্পীর চমকপ্রদ পরিবেশনা; যা দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তারা।

ইমরান বলেন, ‘যাদের ভালোবাসা কুড়ানোর জন্য শিল্পীজীবন বেছে নেওয়া, তাদের টানেই দেশ-বিদেশের মঞ্চে ছুটে যাই। কানাডার এই উৎসবে অংশ নেওয়ার পেছনেও একটাই উদ্দেশ্য– গানে গানে শ্রোতাদের ভালোবাসা কুড়ানো।’ একই রকম কথা শোনা গেছে মডেল ও অভিনেত্রী মোনালিসার মুখেও।

দীর্ঘদিনের প্রবাসী এই তারকার কথায়, ‘এই সংগীত উৎসবের সুবাদে অনেক দিন পর দেশীয় তারকাদের সঙ্গে যেমন দেখা হচ্ছে, তেমনি সুযোগ হচ্ছে এক মঞ্চে পারফর্ম করার। এর মধ্য দিয়ে প্রিয় শিল্পী ও দর্শক-শ্রোতার সঙ্গে নতুন করে হৃদ্যতা তৈরি হবে বলেই মনে করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here